রোববার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ঢেবারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। জামায়াত সূত্রে জানা গেছে, তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি।
আহত আবুল কালাম আজাদ এর পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ৩টার দিকে একটি পিকআপ ভ্যান পৌরসভার হাসান গোমস্তা এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মুরগির খামারে মুরগির বাচ্চা নিয়ে আসে একটি পিকআপভ্যান। এ সময় স্থানীয় বিএনপি নেতার ছোট ভাই জাফরসহ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে মুরগিসহ পিকআপ ভ্যানটি আটকে দেয়। এ সময় তারা পিকআপ ভ্যানের চালককে মারধর করেন। প্রতিবাদ করায় আবুল কালাম আজাদ কে, লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ডান পা ও ডান হাত কুপিয়ে দেয় বেধড়ক মারধর করে এবং মৃত ভেবে ফেলে চলে যায়।
তবে অভিযুক্ত জাফরের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় এ বিষয়ে জানা সম্ভব হয়নি।
এদিকে, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসী জাফরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হামলায় জামায়াত নেতা আহত হওয়ার খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র দৈনিক সংগ্রাম
Leave a Reply