জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহার গাও নতুন বাজারের মাঠে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে আয়োজিত ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিবাদ করতে গিয়ে দু পক্ষের সংঘর্ষে আরশ আলী ও ছেলে আলাউদ্দিন মিয়া (২০) আহত হয়েছেন।
আহত অবস্থায় আরশ আলী ও তার ছেলেকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আজ (শনিবার ৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে তিনটার সময় লোহার গাও খেলার মাঠে এই ঘটনা ঘটে।
আহত আরশ আলী জানান, লোহার গাঁও নতুন বাজার সংলগ্ন মাঠে এলাকার প্রভাবশালী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা জাহির মেম্বারের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় ও দাঙ্গা-হাঙ্গামা হওয়ার সম্ভাবনা ছিল। গত৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পতন ঘটে এর পর থেকে দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতারা এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে। জগন্নাথপুরে আওয়ামী লীগের নেতাদের কুটির জোর কোথায় , তারা বিএনপির গায়ে পা রেখে খেলার মাঠে উৎসে আমেজে আছে।
আরশ আলী আরো বলেন ২০১৫ সালের ফুটবল খেলাটির আয়োজনে চাঁদা আদায় করত আ,লীগ নেতা মেম্বার জাহির আলী। সেই খেলাকে কেন্দ্র করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয় যাহার নাম্নার জিআর-৭৭/২০১৫ইং এবং এই মামলায় আমি ১নং আসামী ছিলাম। সেই মামলার রেশ আজও কাটেনি। আজ ০৮ ফেব্রুয়ারী ঐসব আ,লীগের লোকের স্পন্সরেই পুনরায় ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আওয়ামী লীগের এই নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে জাহির মেম্বারের হুকুমে দিলদার হোসেন, রুহুল আমিন ও অমি সহ কয়েকজন মিলে আমি এবং আমার ছেলেকে দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে গুরুতর আহত করে।
এ নিয়ে এলাকায় মারাত্মক উত্তেজনা বিরাজমান। যে কোন সময় আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটিতে পারে। সাধারণ জনগণ এবং আওয়ামী দোসরা দুই ভাগে বিভক্ত। এলাকায় থমথমে অবস্থা উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply