জগন্নাথপুর প্রতিনিধি :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ (৩১ ডিসেম্বর) সকাল ১১টায়,জগন্নাথপুর উপজেলা আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়
জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন,সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি রুহুল আমীন এর পরিচালনায় । প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সুনামগঞ্জ জেলা সেক্রেটারি শ্রমিক নেতা লুতফুর রহমান দুলাল।প্রধান বক্তা ছিলেন সিলেট জজ কোর্ট এর এপিপি জগন্নাথপুর ও শান্তি গঞ্জের মাটি ও মানুষের নেতা এডভোকেট ইয়াসিন খান
বিশেষ অতিথি উপজেলা জামায়াতের আমীর মাও লুৎফুর রহমান, উপজেলা সেক্রেটারি মাও আফজাল হোসাইন উপজেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাইয়ুম পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহ পাটলী ইউনিয়ন জামায়াতে সভাপতি তৈয়বুর রহমান, হলদিপুর চিলাউড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু পাইল গাও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহ আহমদ হোসেন আকমল,শ্রমিক কল্যাণের পাইলগাও ইউনিয়নের সভাপতি শাহিনুল হক,হলদিপুর চিলাউড়া ইউনিয়ন সভাপতি সোহেল আহমদ, শ্রমিক নেতা মাওলানা রবিউল হুসাইন, সহ স্থানীয় নেতৃবৃন্দ।
শ্রমিক কল্যাণের জেলা সেক্রেটারি জগন্নাথপুর উপজেলা শাখার কমিটি ২০২৫-২০২৬ সালের কমিটি ঘোষণা করেন।
সভাপতি হলেন১। মোহাম্মদ দিলোয়ার হোসাইন ২। সাধারণ সম্পাদক রুহুল আমিন ৩। সহসভাপতি মাও আজিজুর রহমান ৪। উসমান আলী ৫। জসীম উদ্দিন ৬। সহসাধারণ সম্পাদক ৭। জিয়াউর রহমান ৮। আজিজুল ইসলাম ৯।আবুবকর সিদ্দিক ১০। নূর উদ্দিন লিটন ১১। সৈয়দ মুজাফ্ফর আলী ১২। কোষাদ্যক্ষ মাও মাইন উদ্দিন প্রধান ১৩। সহকুষাধক্ষ সুহেল আহমেদ ১৪। প্রচার সম্পাদক ১৫। সাইনুল হক ১৬। দুখু হোসাইন ১৭। সুমন রানা ১৮। ১৯। সাহিত্য সাংস্কৃতক সম্পাদক সাকিল আহমেদ ২০। সহ সাহিত্য সম্পাদক ফুজাইল আহমেদ ২১। ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান শুভ ২২। সহ ক্রীড়া সম্পাদক মুছনু আহমেদ ২৩।আলী আকবর ২৪। দপ্তর সম্পাদক রুকন উদ্দিন ২৫।আলী আকবর ২৬।জসিম উদ্দিন সুজন মিয়া সদস্য ২৭। মাও সামসুল ইসলাম কামাল আহমেদ ২৮। অন্তর হোসাইন প্রমুখ
Leave a Reply