কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে সামনের শ্রেনিতে নেতৃত্ব দিয়ে আসছিলেন জাহাঙ্গীর কবির নানক। তিনি কালিয়াকৈর ডিগ্রিকলেজ এর ৪র্থ বর্ষের ছাত্র এবং কালিয়াকৈর উপজেলার দক্ষিন হিজলতলী গ্রামের বাসিন্দা।
গনঅভ্যুথনের পর থেকে তিনি বিভিন্ন অসামাজিক কাজে বাধা হয়ে দাড়িয়েছিলেন। সেই সাথে করেছেন অনেক অসহায় মানুষের উপকার। এ ব্যাপারে উপজেলার সব গন্য মান্য সকলেই অবগত আছেন এবং তিনি একজন ভাল মানুষ হিসেবে সকলের কাছে প্রিয় পাত্র। জাহাঙ্গীর কবির নানক লেখাপড়ার পাশাপাশি ছোট একটা কাপড়ের ব্যবসা করে আসছিলেন বেশ কিছু দিন যাবত।
এর পরিপেক্ষিতে আজ সকাল থেকে কালিয়াকৈর গোলামনবি স্কুল মাঠ পাঙনে হাটের দিন তিনি তার অস্থায়ী দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
সন্ধ্যার দিকে হঠাৎ করে কয়েকজন ছেলে এসে তাকে বেপরোয়া ভাবে মারধর করে মারাত্বক জখম করে ফেলে। হাটের লোকজন কাছে আসতে দেখে সন্ত্রাসী বাহিনি পালিয়ে যায়। কিন্তু সন্ত্রাসী বাহিনীর মাঝে একজনকে চিনে ফেলে। সে হচ্ছে টানকালিয়াকৈর এর নাম ঃফয়সার পিতা জাহাঙ্গির
সে তার সাংগ পাংগদেরকে চাদাবাজিতে বাধা দেয়ায় এই কাজ করে বলে প্রাথমিক ধারনা করা যাচ্ছে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানায় অভিযোগ ধায়ের করা হয়ছে……
ভাইরে এত বানান ভুল করলে কীভাবে!