জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আবুল কয়েছ ইসরাইল কে (৫৫) গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
গতকাল সোমবার আশারকান্দি ইউনিয়নের দাওরাই বাজার থেকে গ্রেফতার করা হয়। তিনি আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই, মৃত হাজী আব্দুল হান্নান মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক (নিঃ) বলেন মোঃ রুহুল আমিন অফিসার ইনর্চাজ, জগন্নাথপুর এর নির্দেশনায়, এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মোঃ লুৎফর রহমান, এসআই মোঃ শাহীন হোসেন, এএসআই মোঃ সজীব মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ জগন্নাথপুর থানার মামলায় সন্দিগ্ধ আসামী আবুল কয়েছ ইসরাইল (৫৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হইয়াছে।
Leave a Reply