সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬ রাণীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সম্পাদক । এই কমিটিতে সম্প্রতি নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে করা হয় সভাপতি।
ছাত্রদলের ৭নং ওয়ার্ড সভাপতি হওয়া এই ছাত্রলীগ নেতার নাম জহুরুল ইসলাম । তিনি রাণীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
জহিরুল ইসলাম ছাত্রলীগের পদে থাকার প্যাডের একটি কপি গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। আওয়ামী লীগের কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। জগন্নাথপুরের রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ বলেন, ‘ছাত্রলীগ থেকে কেউ ছাত্র দলে আসার সুযোগ নাই কেউ যদি তার পরিচয় গোপন করে কমিটিতে আসে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply