জুলাই বিপ্লব ডেস্ক
সুনামগঞ্জের জগন্নাথপুর থানাধীন পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজার নামক স্থানে আতিক মিয়ার গরুর ফার্ম সংলগ্ন বসত ঘরে ফার্মের কেয়ারটেকার ছাইদুর রহমান(২৪)গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এ মর্মে সংবাদ পাওয়া যায়।
পিতা-আফসর উদ্দিন, মাতা -ফাতেমা বেগম সাং সামাট ইউনিয়ন- পাটলী, থানা – জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ। স্থায়ী ঠিকানা-সাং মধুপুর, থানা- দিরাই জেলা- সুনামগঞ্জ
জানা যায়, টিনের ঘরের তীরের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ,
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন,খবর পেয়ে, ডিউটিতে নিয়োজিত এসআই দীপংঙ্কর হালদার সহ ফোর্সকে ঘটনাস্থলে প্রেরন করেছেন। আত্মহত্যা সঠিক কারণ জানা যায়নি।
Leave a Reply