সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ শহরে আলোচিত হত্যা মামলার আসামী সালমানের নেতৃত্বে নতুন পৈন্দা গ্রামের হিন্দুদের বাড়িতে হামলা ও লুঠপাট থানায় মামলা দায়ের করা হয়।
গতমঙ্গলবার সন্ধ্যা বেলা স্বানীয় সুনামগঞ্জ সদর উপজেলার পৈন্দা বাজরে খুনি সালমান, সৌরভ দাসের কাছে ৫০০০ টাকা চাদা দাবি করে সৌরভ দাস টাকা দিতে অস্বীকার করিলে। তাকে মারধর শুরু করে,,এতে পৈন্দা বাজারের অনেক লোক এগিয়ে এসে সৌরভ এর জীবন রক্ষা করেন।
পরবর্তী গত ১৭ তারিখে রাত ৯.৫০ এর খুনি সালমান,চাদাবাজ,,তফাজুল, মিলন,লিমন,মান্না সহ আর ২০/২৫ জন মিলে সন্ত্রাসী বাহিনীর মতো হিন্দুদের বাড়িতে হামলা চালায় ও লুঠপাট করে,,এতে কৃপেশ চন্দ্র দাসের অটো রাইজ মিল থেকে ২৪ বস্তা চাউল,, তাদের বাড়ি থেকে ৩ ভরি স্বর্ন ৯৫ হাজার টাকা ও আরও মালামাল নিয়ে যায় তখন কৃপেশ ৯৯৯ এ ফোন করলে সুনামগঞ্জ সদর থানার পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে চলে যায়।সুনামগঞ্জ সদর থানায় গতকাল দুপুরে একটা মামলা দায়ের করা হয়েছে।
হামলাকারী খুনি সালমান, সুনামগঞ্জ শহরের ট্রাপিক পয়েন্টে কামরূল হত্যা মামলার একমাত্র আসামী গলা কেটে হত্যা করছিন।
এতে আক্রান্ত পরিবারের সদস্যরা বলেন, আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে, হত্যার হুমকি দেয়, আমরা আতঙ্কের মধ্যে রয়েছে যে কোন সময় হামলা করতে পারে।
Leave a Reply