জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খাঁন বলেছেন,জামায়াত ইসলামী সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন দেখে। কিছু লোক ধর্মের নামে অর্ধম করে। বাংলাদেশ জামায়াত ইসলামী সব ধর্মের সমান অধিকারে বিশ্বাসী। আপনারা বিশ্বাস করতে পারেন জামায়াত ইসলামীর কাছে আপনারা নিরাপদ। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক অত্যন্ত গভীর। ৭১ সালে স্বাধীনতা সংগ্রামে দেশ ছেড়ে চলে যাওয়া আমাদের প্রতিবেশী হিন্দুদের সম্পদ আমরা নিরাপদে রেখেছি। খোঁজ নিলে জানতে পারবেন।আমি বেড়ে উঠেছি সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে। এ সম্প্রতি বজায় রেখে আমরা চলতে চাই। তিনি গতকাল শনিবার রাতে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে জগন্নাথপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছুর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সদস্য নেছার উদ্দিনের পরিচালনায় জগন্নাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত প্রথম মতবিনিময় সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন, বাংলাদেশ জামায়াত ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার আমীর উপাধ্যক্ত মাওলানা লুৎফুর রহমান,সাধারণ সম্পাদক আফজল হোসাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সদস্য সচিব বিভাস দে,কমিউনিটি নেতা শশী কান্ত গোপ,অনন্ত পাল প্রমুমখ সভায় উপস্থিত ছিলেন জামায়াত নেতা জামাল উদ্দিন বেলাল,পেশাজীবি শাখার সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ মনি,পৌর পেশাজীবি সভাপতি আশরাফ হোসেন এনাম,সহ সভাপতি জাহাঙ্গীর আলম,শ্রমিক কল্যাণ সহ সাধারণ সম্পাদক আজিজুর রহমান। রাত ১০ টায় শহরের একটি রেষ্টুরেন্টে জগন্নাথপুর উপজেলা সদরের বাসুদেব বাড়ি আনন্দময়ী পূজা মন্ডপ ও দাস সম্প্রদায়ের পূজা মন্ডপের নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।
(বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন উপজেলা জামায়াত আমীর উপাধ্যক্ত লুৎফুর রহমান)
আনন্দময়ী পূজা কমিটির সভাপতি নির্মল দে এর সভাপতিত্বে ও জামায়াত নেতা মুহাম্মদ জামাল উদ্দিন বেলালের পরিচালনায় পৃথক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। এতে দুটি মন্ডপের সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মীরা বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ত লুৎফুর রহমান আলকোরআনের উদ্বৃতি দিয়ে বলেন, আমাদের ধর্মে বলা আছে দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি নেই।
Leave a Reply