কয়েছ আহমেদ
সম্পাদক ও প্রকাশক (জুলাই বিপ্লব২৪)
দেশে জন্ম নেয়া ৫৫ শতাংশ নবজাতক মাতৃদুগ্ধ পান করতে পারলেও বঞ্চিত হচ্ছে ৪৫ শতাংশ নবজাতক। যার ফলে প্রতিবছর বাড়ছে শিশুমৃত্যুর হার।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যালি অনুষ্ঠিত।
মাতৃদুগ্ধ পান করতে পারা শিশুদের অধিকার। ৫৫ শতাংশ শিশুদের মাতৃদুগ্ধ পান করান হয়। এটি একটি বড় সমস্যা। আগে এটি বেশী ছিল, এখন কমে গেছে। কিন্তু কমছে কেন আমরা শিশুদের তার অধিকার থেকে বঞ্চিত করছি।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ এর এবারের প্রতিপাদ্য ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. কৃপেষ রঞ্জন রায় (uhfpo)
ডা. ওসমান হায়দার মজুমদার (জুনিয়র কনসালটেন্ট, শিশু)
ডা. শাহিনুর ইসলাম (mo)
ডা. জান্নাতুল ফেরদৌস (mo)
উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আছগর ইমন।
মির্জা মোহাম্মদ আলী খান( সেকমো)
সাইমা বেগম (মিডওয়াইফ)
নিলয়া সিসিক (SSN)
ছয়ফুল ইসলাম (স্টোরকিপার) ও অন্যান্য অফিস স্টাফ
Leave a Reply