জুলাই বিপ্লব ডেস্ক :
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জগন্নাথপুর শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায়, জগন্নাথপুর পৌরসভার হল রুমে,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,জগন্নাথপুর পশ্চিম সাথী শাখার সভাপতি, আবু তাহের সিদ্দিক এর সভাপতিত্বে, আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ১২০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরি পরিষদ এর সদস্য, সিলেট শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন, সুনামগঞ্জ ৩ আসন জামায়াত মনোনীত এম পি পদপ্রার্থী এডভোকেট ইয়াছিন খান, এপিপি সিলেট জেলা জজ আদালত, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার আমির মাও লুৎফুর রহমান, ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা প্রচার ও কলেজ সম্পাদক আব্দুল মুমিন। ছাত্রশিবির সিলেট এম সি কলেজ শাখার সভাপতি ঈসমাইল খান সৌরভ।
এচাড়া আরো উপস্তিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি তৈয়বুর রহমান, জগন্নাথপুর উপজেলা উত্তর শাখার সাবেক সেক্রেটারী কয়েছ মামুন, ছাত্রশিবির জগন্নাথপুর উপজেলা শাখার সাথী মাহমুদ আল হাসান, সুজন, সালমান সহ আরো অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। প্রধান অতিথি, তারেক মনোয়ার, তাঁর বক্তব্যে বলেন, “এই শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব তৈরি করবে। তাদের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়ন করতে পারলেই একটি শিক্ষিত, সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব। শিক্ষা ও মেধাবিকাশে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
Leave a Reply