জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মোঃ সাদিকুর রহমান(৩০) কে নিয়ে,মোঃ আব্দুর রহমান নামে, ফেইসবুক আইডি থেকে, মিথ্যা মানহানিকর স্ট্যাটাস দিয়ে এবং স্ট্যাটাস শেয়ার করে তার সন্মানহানি ঘটিয়েছেন।
মোঃ আব্দুর রহমান নামে ফেইসবুক আইডি, অপপ্রচার করতে গিয়ে,জকিগঞ্জ ফুলতলী মসলককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য সম্বলিত একটি ফেসবুক আইডির পোস্টের সাথে সাদিকুর রহমানের ছবি যুক্ত করে,ওই পোষ্টের দায়বার উনার উপর চাপিয়ে দিয়ে অশ্লীন ভাষায় গালিগালাজ করিয়া ফেইসবুক পোস্ট করিয়াছে । যাহার লিংক https://www.facebook.com/61559719771705/posts/p/bid0fUsaJkZfKcQvolzrkog FR3dPUEKS33wxnfklehgzQ68GrWkvYis2dRdniPVTpZK1/7app-ibt
মোঃ আব্দুর রহমান নামে ফেইসবুক আইডি, এভাবে আরো লোকজনকে মিথ্যা ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে অপমান অপদস্থ করেছে।
অভিযোগ কারী, সাদিকুর রহমান বলেন : অজ্ঞাতনামা বিবাদী তাহার ফেসবুক আইডিতে উক্ত পোস্ট আপলোড দেওয়ার কারনে বিভিন্ন লোকজন আমাকে নিয়ে নানান খারাপ মন্তব্য করিতেছেন। যাহার কারনে আমি সামাজিকভাবে হেয়পতিপন্নসহ আমার মানহানী হইতেছে। অজ্ঞাতনামা বিবাদী উদ্দেশ্যমূলকভাবে আমার মানহানীসহ আমাকে সামাজিকভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে তাহার ফেসবুক আইডিতে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা সম্বলিত পোস্ট করিয়াছে। তিনি জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা মোঃ আব্দুর রহমান নামে ফেসবুক আইডির উপর অভিযোগ দায়ের করেন।তিনি বলেন: আইনি প্রক্রিয়ায় মানহানি মামলা করবেন।
Leave a Reply