জুলাই বিপ্লব ২৪ ডেস্ক :
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের ৩ গ্রাম সুনাতনপুর- কুড়িহাল- আহমাদাবাদ। এই ৩ গ্রামের যুক্তরাজ্যভিত্তিক প্রবাসীদের উন্নয়নমূলক সংগঠন সুনাতনপুর- কুড়িহাল- আহমাদাবাদ যুব সংঘ।
এই সংঘের উদ্যোগে সড়কবাতিতে বদলে যাচ্ছে রাতের দৃশ্যপট।
রোববার সরেজমিনে দেখা যায়, সোনাতনপুর জনতা মার্কেট থেকে কুড়িহাল হয়ে আহমাদাবাদ মসজিদ পর্যন্ত ৪৭ টি স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে। এসময় ৩ গ্রামের জনসাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের সহযোগিতার হাত বাড়ান।
উপস্থিত ছিলেন – প্রবীণ মুরব্বি মো: কাজল মিয়া, মো: সেলিম মিয়া, মো: সাইকুল মিয়া, মো: লেবু মিয়া, মো: ফয়জুল ইসলাম, ডা: মো: সোহেল,
ছাত্রনেতা মো: আব্দুল আহাদ, মাওলানা দুলন আহমেদ, মাওলানা দিলোয়ার হোসেন, মো: সুলেমান, মোঃ সামছুল ইসলাম ,মো: মখলিছ মিয়া, মো: আশিক মিয়া, আজিজুর মিয়া, রফু মিয়া, মানিক মিয়া, লুলু মিয়া, মো: শাহীন মিয়া, মো: ইরফান মিয়া, মো: সাজন মিয়া, উজ্জ্বল মিয়া, ফারুক মিয়া, আনোয়ার মিয়া,মোঃ দিলোয়ার মিয়া ।মোঃ ইসমাইল, মোঃ ফয়ছল প্রমুখ ।
সংগঠনের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ জানান, সুনাতনপুর- কুড়িহাল- আহমাদাবাদ যুব সংঘ যুক্তরাজ্যভিত্তিক একটি উন্নয়নমূলক সংগঠন। সংগঠন প্রতিষ্ঠার পর থেকে ৩ গ্রামের রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা উন্নয়নে অবদান রাখছে। গরীব দুঃখী, অসহায়দের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত প্রসারিত করছে। এর ধারাবাহিকতায় ৩ গ্রামের সড়কে রাতের অন্ধকার দূর করতে ৪৭টি স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেই। আমাদের উন্নয়নমূলক কাজ দেখে এলাকার যুবসমাজ উৎসাহিত হবে।
সংগঠনের উপদেষ্টা আব্দুল কাদির বলেন, পিছিয়ে পড়া ৩ গ্রামের সড়কে বাতি স্থাপনের কারণে এখন থেকে গ্রামের সৌন্দর্য ফুটে উঠবে। গ্রামের উন্নয়নে ভবিষ্যতে আরো ভালো ভালো উদ্যোগ নেওয়া হবে। তাই ভবিষ্যতে গ্রামের সকলের সহযোগিতা প্রয়োজন।
সোনাতনপুর গ্রামের ফয়জুল ইসলাম ও সোহেল মিয়া বলেন, স্ট্রিট লাইট স্থাপনের ফলে ৩ গ্রামের সড়ক এখন থেকে সব সময় আলোকিত থাকবে। এতে চুরি, ডাকাতিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ হবে। এতে গ্রামবাসী খুশি। আমরা আশাবাদী এই সংঘ ভবিষ্যতে মানবসেবায় দৃষ্টান্ত স্থাপন করবে।
Leave a Reply