জুলাই বিপ্লব ডেস্ক
২৪ এর এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা
-ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, “অন্তবর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দিলেও আশানুরূপ চিকিৎসা নিশ্চিত হয়নি। শহীদ এবং আহতরা আমাদের জাতীয় সম্পদ। তারা আমাদের জাতীয় বীর। তাদেরকে কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবে না। তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য এবং আমরা সকলে তাদের প্রতি ঋণী। ২৪ এর এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা।”
শনিবার ২৮ ডিসেম্বর ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আয়োজনে জুলাই-আগস্ট বিপ্লবে আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মৃতিচারণ “প্রেরণার গণঅভ্যুত্থান ২০২৪” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
Leave a Reply