জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘেরসড়ক এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, আমরা লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠিয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।
Leave a Reply