ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। দেশ ব্যাপী সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মুসলিম, হিন্দু সহ অন্যান্য সম্প্রাদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির জন্য ছাতক থানা পুলিশের উদ্যোগে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাতক থানায় গত মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসানের সাভাপতিত্বে থানার উপ-পরিদর্শক আবদুস ছত্তারের পরিচালনায় কোরআন তেলায়াত করেন মাওলানা সালাহ উদ্দিন, গীতা পাঠ করেন ছাতক উপজেলা উপ- প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী। বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক উপজেলা হিন্দু-বৈদ্য-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিপদ রায়, ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, হেফাজতে ইসলাম ছাতক উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা জাকির হোসেন, ছাতক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল রায়, জামায়াতে ইসলামী ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ছাতক থানার ওসি তদন্ত রুহুল আমীন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএইচ খালেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির সদস্য সাইফ উদ্দিন, ছাত্র প্রতিনিধি মাহবুব জুবায়ের প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক পৌর শাখার সভাপতি অরুন অধিকারী, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, খেলাফত মজলিস ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, হেফাজতে ইসলাম ছাতক উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, খেলাফত মজলিস পৌর শাখার সহ সভাপতি মাওলানা দীন মোহাম্মদ, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, নির্বাহী সদস্য মোশাহিদ আলী ও লুৎফুর রহমান শাওন, বাংলাদেশ হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদ ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক সৌভ রঞ্জন রায়, সাইদুর রহমান সাঈদ, ছাদিক মিয়া মেম্বার, জসিম উদ্দিন, দুলন তরফদার, আশরাফুল হক, অধির মালদার, চম্পু দত্ত, শঙ্কর কুমার দাস সহ উপজেলা বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অতীতের ন্যায় ছাতকে সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply