জগন্নাথপুর প্রতিনিধি :
হাতিরঝিলের আদলে হচ্ছে জগন্নাথপুরের খাদ্য গুদামের সামনের সেতু নির্মাণের ২৭ তম ভিমের ডালাইর উদ্বোধন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীতে খাদ্য গুদামের সামনে রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতু নির্মাণের ২৭ তম ভিমের ডালাইর কাজ উদ্বোধন করা হয়েছে, গত রাত ১০ টায় ভিম ডালাইর উদ্বোধন করা হয়েছে। স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুর নির্মাণ ব্যয়ের প্রাক্কলন অনুমোদন করেন। ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
জগন্নাথপুর পৌর সভার উন্নয়ন ও যানজট নিরসনে এ সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নাগরিকরা আশা প্রকাশ করছেন।
স্হানীয় সরকার জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার কে বলেন,
জগন্নাথপুর উপজেলা সদরের পৌর এলাকার যানজট নিরসনে খাদ্য গুদাম এলাকায় সরো সেতু ভেঙে হাতিরঝিলের আদলে দৃষ্টি নন্দন আর্চ সেতু নির্মাণের প্রাক্কলন অনুমোদন করা হয়, আজ ২৭তম ভিমএর ডালাই উদ্বোধন করা হয়,। এখন সেতু নির্মাণে আর কোন প্রতিবন্ধকতা রইল না।তিনি আরও জানায়,৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্ত সেতুতে দুই পাশে ফুটপাত ও লাইটিং থাকবে। রাজধানী হাতির ঝিলের আদলে দৃষ্টি নন্দন সেতুটি নির্মিত হবে।
ঠিকাদার জামাল উদ্দিন বলেন আজ ২৭ তম ভিমের ডালাইর উদ্বোধন করা হয়েছে, কাজ দ্রুত করা হচ্ছে।।
স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন দৃষ্টি নন্দন সেতু নির্মাণ ২৭ তম ভিমের ডালাইর উদ্বোধন করা হয়েছে, আর বেশিদিন লাগবে না কাজ প্রায় শেষের দিকে। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব প্রিন্টও ইলেক্ট্রনিক্স মিডিয়ার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply