পবিত্র ইদুল ফিতর উপলক্ষে, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীবৃন্দদের, ও দেশ বিদেশে অবস্থানরত সকল সুধী শুভাকাঙ্ক্ষীদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন,জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী পদপ্রার্থী জনাব মোঃ শাহাজাহান মিয়া।
মোঃ শাজাহান মিয়া, জগন্নাথপুর বাজারের একজন সফল ব্যবসায়ী। উনার বাবা জনাব আব্দুল তাহিদ জগন্নাথপুর বাজার তদারকি কমিটির তিন বারের সাবেক সেক্রেটারী, উনার সুযোগ্য সন্তান জনাব শাজাহান মিয়া, জগন্নাথপুর ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। এটি হিংসা-বিদ্বেষ, অহংকার ও পাপাচার মুছে দিয়ে নতুনভাবে সুখী জীবনযাপনের অনুপ্রেরণা দেয়।’ পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন উৎসব একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে সবাইকে উদ্বুদ্ধ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, ঈদ একটি ইবাদত ও আনন্দের উপলক্ষ। এই দিনে আমাদের আনন্দ যেনো কোনোভাবেই শরীয়াহ সীমা লঙ্ঘন না করে সেইদিকে খেয়াল রাখার আহ্বান করবো। ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করেন।
জগন্নাথপুর বাজারের সকল ব্যবসায়ীবৃন্দদেরকে জানাই পবিত্র ইদুর ফিতরের শুভেচ্ছা ও ইদ মোবারক।
Leave a Reply