জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে ‘‘অপারেশন ডেভিল হান্ট’’ নামে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগ, সুনামগঞ্জ এর সহ-সভাপতি আখলুছ মিয়া মাহিন (৩৪) গ্রেফতার হয়েছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে এসআই মোহাম্মদ সাকিব হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা ৭ মে ২০২৫ (মঙ্গলবার) ভোরে জগন্নাথপুর থানাধীন ১নং কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আখলুছ মিয়া মাহিনের পিতা মৃত আব্দুল তাহিদ ও মাতা ফুল বিবি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশি নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলা (মামলা নম্বর: ১৭, তারিখ: ২৯/১০/২০২৪) রুজু করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, ‘‘সুনামগঞ্জ জেলায় অপরাধ ও সন্ত্রাস বিরোধী এই বিশেষ অভিযান চলমান থাকবে। যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনা হবে।’’
গ্রেফতারের পর আখলুছ মিয়া মাহিনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়।
Leave a Reply