কয়েছ মামুন
সম্পাদক, জুলাই বিপ্লব২৪
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতম হামলা ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এরালিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১এপ্রিল) বাদ আছর,এরালিয়া বাজারে, এলাকার সর্বস্তরের জনগণ ও অত্র এলাকার সামাজিক সংগঠন এর উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এরালিয়া বাজারের সাধারণ জনতা অংশ নেয়।
মুহাম্মদ মহি উদ্দিনের সঞ্চালনায়, কর্মসূচিতে বক্তব্য রাখেন, এরালিয়া বাজারের ব্যবসায়ী, ডা সাজ্জাদুর রহমান, হামিদ পুর এলাকার মুরুব্বি জনাব, ফজরুল ইসলাম , সাচায়ানি নন্দির গাও এলাকার, জনাব মধু মিয়া, যুবকদের পক্ষথেকে বক্তব্য রাখেন, জনাব আখলু মিয়া, ইসলামপুর ৷ এরালিয়া বাজার জামে মসজিদের ইমাম,জনাব মাও: হোসাইন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলো বিভিন্ন সামাজিক সংগঠন, মুহাম্মদ পুর ইসলামী যুব সংঘ, মুহাম্মদ পুর। লতিফিয়া ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, সাচায়ানী নন্দির গাও, খান যুব সমাজ কল্যাণ সংস্থা, হামিদপুর, মাতৃভূমি ফাউন্ডেশন প্রভাকর পুর,বনগাও ষোলঘর ছাত্র পরিষদ, বনগাঁও।স্বপ্নঁসিড়ি সমাজ কল্যান সংস্থা, ইসলামপুর।বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া এরালিয়া বাজার আঞ্চলিক শাখা
এ সময় আরো উপস্থিত ছিলেন, এরালিয়া বাজার সভাপতি আব্দুল করিম, ক্যাশিয়ার মুতাহির আহমেদ ও বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,আন্তর্জাতিক মহল সকল বিষয়ে সরব কিন্তু ফিলিস্তিনের সময় তারা নিরব কেন? জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমাদের ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হলে শক্তিশালী জনসম্পদ তৈরী করতে হবে। পুরো পৃথিবী থেকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সার্বিক তত্ত্বাবাধনে ছিলেন,মুতাহির আহমেদ, আকমল হুসেন, মোঃ আবু শহিদ, কয়েছ মামুন, মুহাম্মদ মহি উদ্দিন,নুর উদ্দিন,ও সুজন খান।
Leave a Reply