জুলাই বিপ্লব২৪ ডেস্ক :
চিলাউড়া গ্রামের তরুণ সমাজকর্মী, খেলাধুলা ও সমাজিক কাজে যিনি সর্বদা নিয়োজিত জনাব মোঃ মনোয়ার হোসাইন এর প্রবাস গমন উপলক্ষে বন্ধু মহলের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠান আয়োজিত।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করে জনাব মনোয়ার হোসাইনের দীর্ঘ ১৭ বছরের বন্ধুবান্ধব এতে সভাপতিত্ব করেন, চিলাউড়া গ্রামের প্রবিণ ব্যবসায়ী ও সালিশি ব্যক্তিত্ব জনাব ডা. রাজা মিয়া সাহেব। এতে প্রধান অতিথি- হিসাবে উপস্থিত ছিলেন চিলাউড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব জামাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি- চিলাউড়া দারুসুন্না হাফিজিয়া আলীম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হয়রত মাওলানা কাজি তাজুল ইসলাম আলফাজ সাহেব, ৪নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর সাবেক জনপ্রতিনিধি জনাব সাব্বির মিয়া সাহেব, তরুন সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাহাঙ্গীর আলম, ক্রিড়া সংঘটক জনাব তোফায়েল আহমদ বাবর, প্রবাসী মোঃ বাদল মিয়া, সমাজকর্মী সাফিদুল ইসলাম সিহাব,সাবেক খেলোয়ার মোঃ জামাল উদ্দিন তরুণ সমাজসেবক আবু তাহের, এবং কারী মাহসুদুল ইসলাম এছাড়াও বন্ধু-মহল পরিবারের সকল বন্ধুরা প্রমুখ।
Leave a Reply