জুলাই বিপ্লব২৪ ডেস্ক:
ঈদ পূর্ণমিলন নামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুমতি গ্রহণ না করায় অশ্লীল গানের অনুষ্ঠান বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জগন্নাথপুর থানা পুলিশ ও যৌথ বাহিনী ।
সুনামগঞ্জের জগন্নাথপুর রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত রানীগঞ্জ দক্ষিণপাড় টুল বক্সের পাশে (এরালিয়া) নামক স্থানে বন্ধু মহল নামীয় ব্যানারে আজ রাত ১০ ঘটিকায় বাউল সন্ধ্যা
নামীয় অনুষ্ঠানটি হওয়ার জন্য প্রস্তুতি চলছিল।
উক্ত অনুষ্ঠানে পুরুষ শিল্পীর পাশাপাশি (নারী) বাউল শিল্পী মুনালিসা মুন,বাবলী সরকার আগমনের সংবাদ প্রচার হইলে স্থানীয়দের মধ্যে অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়ানো হবে বলে অনুষ্ঠানটি বন্ধের দাবী জানান এলাকার সচেতন নাগরিকবৃন্দ । উক্ত অনুষ্ঠান আয়োজনে সরকারি অনুমতি না থাকায়, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ , জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ ও সেনাবাহিনীর টহল টিম অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি রাত ১২:০০ ঘটিকার সময় বন্ধ করে দেওয়া হয় ।
উক্ত বিষয়ে জগন্নাথপুর থানা পুলিশ অবহিত রইয়াছে । সার্বিক বিষয় নজরাধীন।
Leave a Reply