জুলাই বিপ্লব ২৪ ডেস্ক:
ঢাকার কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকে হানা দেওয়া তিন ডাকাতের মধ্যে দুজন ১৬ বছরের কিশোর; আরেকজনের বয়স ২২। তারা তিনটি ‘নকল পিস্তল’ নিয়ে অ্যাডভেঞ্চার করতে গিয়ে ব্যাংক ডাকাতি ও গ্রাহকদের জিম্মি করার ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের ভাষ্য।
তিন ঘণ্টা পর আত্মসমর্পণের আগে দেশজুড়ে হঠাৎ চাঞ্চল্য তৈরি করা এ ঘটনায় জড়িত তিন তরুণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এসব তথ্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মেদ মুঈদ। তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা উদ্ধারের তথ্যও দিয়েছেন তিনি।
তিনি বলেন, আটকদের কাছ থেকে উদ্ধার করা সব পিস্তলই ছিল নকল। এর মধ্যে তিনটি খেলনা পিস্তল আর একটি লাইটার। তবে তাদের কাছে দুটো ছুরিও ছিল।
‘একজন দুস্থ কিডনি রোগীর চিকিৎসার অর্থ সংগ্রহে খেলনা পিস্তল নিয়ে এ কাজে নামে তারা’, প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যে বলেন পুলিশ সুপার।
Leave a Reply