বিবিসি নিউজ:
রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধের লড়াইয়ে উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হয়েছেন।
চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার পক্ষে এ যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একজন পার্লামেন্ট সদস্য (এমপি) এ তথ্য জানিয়েছেন। দক্ষিণের সংসদে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএস) ব্রিফিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এমপি লি সুং কুন। তিনি বলেন, আরো এক হাজারের মতো সেনা আহত হয়েছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। অপরিচিত যুদ্ধক্ষেত্র ও ড্রোন যুদ্ধের অনভিজ্ঞতার কারণে উত্তরের সৈন্যদের এত প্রাণহানি হতে পারে। চলতি সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়ার সৈন্যদের হতাহতের প্রথম খবর আসে। তার আগে অক্টোবর মাসে জানা যায়, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করতে ১০ হাজার সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া।
সোমবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের একজন মুখপাত্র জানান, উত্তর কোরিয়ার সৈন্যরা নিহত হয়েছেন। তবে তিনি কোনো সংখ্যা উল্লেখ করেননি। পরের দিন একজন অজ্ঞাত মার্কিন কর্মকর্তা বলেন, কয়েক শ’ সৈন্য হতাহত হয়েছেন। তবে স্বাধীনভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
Leave a Reply