জুলাই বিপ্লব ২৪ ডেস্ক:
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত একটা থেকে দুইটার মধ্যে রাজধানী ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা যায়।
নিজ উপজেলা জামালগঞ্জে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গেল ২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নামোল্লেখ করে ৬৬ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলার প্রধান আসামী রেজাউল করিম শামীম।
পুলিশ এই মামলায় কয়েকদিন হয় ২৪ জনকে আসামী করে চার্জশীট প্রদান করেছে।এছাড়া গত ৪সেপ্টেম্বর সুনামগঞ্জে দ্রুত বিচারের দাবিতে ৯৯ জনকে আসামী করে মামলা করা হয়েছিল, ওই মামলার আসামী জামালগঞ্জের রেজাউল করিম শামীম।
Leave a Reply