কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় নাউজোর হাইওয়ে পুলিশের উদ্যোগে অফিসার ইনচার্জ রইস উদ্দিনের নেতৃত্বে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়।
আজ বিকাল ৪ টায় কালিয়াকৈর চন্দ্রা ত্রি মোড় এলাকায় মহাসড়কের আশে পাশে অবৈধ দোকান পাট ঘড়ে তোলে সকল ফুটপাতের দোকানদারকে ১ ঘণ্টা সময় বেধে দেয়া হয় আজকের দিন পর্যন্ত। কেউ যদি আইন অমান্য করে ফুটপাতে অবৈধ স্থাপনা ব্যবসা-বাণিজ্য করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গত কয়েকদিন যাবত এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যাপক মাইকিং করে। আজকে ওসি রইস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ, কমিউনিটি পুলিশ, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, জনতা সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যারা অবৈধ স্থাপনা স্থাপন করে ব্যবসা করার চেষ্টা করলে তাদের সড়ক পরিবহন আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনরুপ সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে ওসি রইজ উদ্দিন সাহেব এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা আজকে প্রাথমিক ব্যবস্থা নিলাম। এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। জনগণের জানমালের নিরাপত্তা এবং স্বাভাবিকভাবে যেন সবাই সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারে তার জন্য অবৈধ স্থাপনা মুক্ত একটি পরিবেশ দরকার।
চন্দ্রা উত্তরবঙ্গের প্রধান প্রবেশদ্বার , তাই এখানে মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং, থ্রি হুইলার গাড়ি চলাচলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। অভিযানে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার আল-আমিন, দেওয়ান জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন, ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী খান। এছাড়া এলাকাবাসী এবং চন্দ্রা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ওসি রইস উদ্দিন আরো বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের অবৈধ স্থাপনা উচ্ছেদের কয়েকদিন পর আবার যেন ফুটপাত দখল করতে না পারে তার জন্য আমরা তদারকি করব। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
থ্রি হুইলার গাড়ি মারাত্মক বিপদজনক। অদক্ষ ড্রাইভার, উল্টা চলাফেরা, এবং ট্রাফিক আইন না জানার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
তাই এ ব্যাপারে আর কোন ছাড় দেওয়া হবে না। সকলকে সাথে নিয়ে এসব থ্রি হুইলার মহাসড়ক থেকে উচ্ছেদ করা হবে।
Leave a Reply