স্টাফ রিপোর্টারঃ
ঐতিহ্যবাহী দেশী পণ্য ওয়াল্টন এর সুনামগঞ্জ জোনের ডিলারদের উপস্থিতে ৮ ই ডিসেম্বর রোজ রবিবার দিবাগত সন্ধ্যা রাত ৭ ঘটিকার সময় ওয়াল্টন এর হেড অফিসের আয়োজনে সুনামগঞ্জের আব্দুর জহুর সেতুর পশ্চিম পার্শ্বে অবস্থিত শাহীন’স ক্যাফেতে মিট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ালটনের হেড সেলস অফিসার ফিরোজ আলম, সেলস ম্যানেজার ম্যানেজার শহীদুল ইসলাম রানা,এডিশনাল ডাইরেক্টার আসাদুজ্জামান,সিলেট জোন প্রধান পিয়াল কুমার,সুনামগঞ্জ জোন ম্যানাজার মোস্তাফিজুর রহমান, পপুলার ইলেকট্রনিক্সের পরিচালক জুলফিকার আহমদ মনি,পপুলার ইলেকট্রনিক্সের পরিচালকম মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, জামাল আহমদ,পপুলার ইলেকট্রনিক্সের ম্যানাজার খায়রুল হাসান রূপা, সুনামগঞ্জ ওয়াল্টন সাভির্স সেন্টারের ম্যানাজার রফিকুল ইসলাম ও আব্দুল কাহার,প্রসেনজিৎ দাশ।
Leave a Reply