জগন্নাথপুর প্রতিনিধি:
চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে নির্মমভাবে হত্যার প্রতিবাদে- সুনামগঞ্জের জগন্নাথপুরে সাধারণ ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১ লা ডিসেম্বর রবিবার দুপুরে স্থানীয় জগন্নাথপুর পৌর পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
তরুণ সমাজকর্মী আলী আকবর এর সভাপতিত্বে ও ছাত্রসমন্বয়ক তাহের আল হামিদ এর পরিচালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী, সমাজ সেবক সাংবাদিক মোঃ জামাল উদ্দিন বেলাল, হযরত শাহজালাল মুবাল্লিগ ফোরাম বাংলাদেশ এর সভাপতি -মাওলানা আবু আইয়ুব আনসারি, পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা বদর উদ্দিন আল আমিন, জহির ইন্সটিটিউট এর পরিচালক মাও: জহিরুল ইসলাম জহির, ব্যবসায়ী শাহরিয়ার হোসেন, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রশিক্ষক রাশিদ আহমেদ চৌধুরী, এন এফ সি একাডেমির পরিচালক – মাহবুব হাসান, পৌর তালামীযের সেক্রেটারি আব্দুল মান্নান, ফেয়ার ফেইস এর সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান, স্টুডেন্ট কেয়ারের সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক হুসাইন, ধর্মীয় সম্পাদক হাফিজ মামুনসহ আরো অনেকে।
শুরুতে পবিত্র কূরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ নূর আলম।
বক্তারা বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সরকার তথাকথিত ইসকন সদস্য চিন্ময় দাসকে গ্রেফতার করেছে। তারা আরও বলেন চিন্ময়ের বিরুদ্ধে নিজ ধর্মের মানুষকে যৌন নির্যাতন সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগও রয়েছে। যারা এই চিন্ময়ের পক্ষ নিয়ে আইনজীবি এডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে নির্মমভাবে হত্যা করেছে অবিলম্বে সেইসব সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে ফাঁশির দাবিও জানান তারা।
Leave a Reply