জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরের পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
” কমিউনিটি ক্লিনিকে আসুন, সেবা নিয়ে সুস্থ থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক এর আয়োজনে ২৬ শে নভেম্বর রোজ মঙ্গলবার ক্লিনিক এর একটি কক্ষে কলকলিয়া ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড মেম্বার সিজি গ্রুপের সভাপতি মসিক আহমদ এর সভাপতিত্বে ও সিএইচসিপি মোঃ আবু তাহের মোমেন এর পরিচালনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল হক, মোঃ আয়না মিয়া(দানা মিয়া) সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সচিব মাসুম বিল্লাহ ও
এফবিআই রূপক রাজ বৈদ্য।
এসময় উপস্থিত ছিলেন , পি সি এস বি এ সীমা রানী দাস, আনসার ও ভিডিপি কলকলিয়া ইউনিয়ন দলনেতা ইউনূছ আলী,লিটন রঞ্জন চন্দ, শাহজামাল হোসেন ও জিহানুল ইসলাম প্রমূখ সহ আরো অনেকে।
একান্ত আলাপকালে পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি আবু তাহের মোমেন দৈনিক অর্থ দৃষ্টি পত্রিকাকে বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক এই ক্লিনিকে জনসাধারণকে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশা-পাশি ডেলিভারী কার্যক্রম চালু আছে। এবং এলাকার সকল গর্ভবতী মহিলা যাতে ক্লিনিকে এসে ডেলিভারী করান সে বিষয়ে প্রচারণা চালানোর জন্য সকল সদস্যকে উদ্যোগি হবার জন্য অনুরোধ জানাচ্ছি।
Leave a Reply