শাহ ফুজায়েল আহমেদ
নির্বাহী সম্পাদক:
হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর সহায়তায় এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন প্রকল্পের মাধ্যমে জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নের চব্বিশটি কমিউনিটি ক্লিনিক হতে ২৪ জন সিএইচসিপি কে (২৩-২৪ নভেম্বর) এবং স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারী (২৭ জন) কে (২৫-২৬ নভেম্বর) দুইদিনব্যাপি IYCE and Identification and Management of Acute Malnutrition বিষযক প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আরা, মেডিকেল অফিসার- ডিজিজ কন্ট্রল মো: তানজিম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিম চন্দ্র তালুকদার।
এছাড়া উপস্থিত- ছিলেন প্রকল্পের নিউট্রিশন অফিসার-বিধান জন কস্তা, প্রজেক্ট অফিসার-মো: তুহিন আলম, মনিটরিং অফিসার- মোজাফ্ফর তানভীর।
প্রশিক্ষনের উদ্দেশ্য হলো- এলাকার অপুষ্ট শিশু চিহ্নিত করে হাসপাতালে রেফার করে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনা। পাশাপাশি ০৬ -২৪ মাস বয়সী শিশুর বাড়তি খাবারের প্রতি গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিতিরা বলেন, এরকম প্রশিক্ষনকর্মীদের দক্ষতা উন্নয়নে সহায়তার পাশাপাশি এলাকার পুষ্টির উন্নয়নে গুরুত্ব বহন করে ।
Leave a Reply