সুনামগঞ্জ প্রতিনিধি
“বাল্য বিবাহ বন্ধ করি
বিবাহ রেজিষ্ট্রেশন নিশ্চিত” করি এই শ্লোগানকে সামনে রেখে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে জেলা মহিলা পরিষদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়, সুনামগঞ্জ সদর উপজেলার আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয় এবং কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়।
গতকাল সোমবার দুপুর আড়াইটায় সুনামগঞ্জ লবজান চৌধুরী স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল ছত্তার।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা হিন্দু বিবাহ নিবন্ধক সুবিমল চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সহ সভাপতি নিগার সুলতানা কেয়া, বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহজালাল সুমন, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী ও লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম। সভা সঞ্চালনা করেন জেলা শাখার প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে।
আলোচকবৃন্দ বাল্যবিবাহ প্রতিরোধ এবং হিন্দু ও মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
Leave a Reply